গণসংযোগ পক্ষ উপলক্ষে জামায়াতে ইসলামী যুব বিভাগের দাওয়াতী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ১০ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে গণসংযোগ পক্ষ উপলক্ষে একটি দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে হেতেম খাঁ বর্ণালীর মোড়ের পেছনে জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইসলামের দাওয়াত, শান্তি ও মানবতার বার্তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম, কিন্তু সমাজে অনিয়ম ও অপকর্মের যে বিস্তার তা ইসলামী আদর্শে পরিচালিত রাষ্ট্রব্যবস্থার অনুপস্থিতির ফল। তারা জানান, যদি দেশ ইসলামী শাসননীতি অনুসরণ করতো তবে সমাজ থেকে দুর্নীতি, নির্যাতন ও অন্যায় কর্মকাণ্ড নির্মূল হতো এবং জনগণ প্রকৃত শান্তি ও ন্যায়ের স্বাদ পেত।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর যুব বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আদিলুর রহমান, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মোস্তফা আল মারুফ, থানা যুব সভাপতি হাবিবুর রহমান ইমরান, প্রবীণ রোকন মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা গণসংযোগ পক্ষকে আরও ফলপ্রসূ করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইসলামী আদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সভাটি ধর্মীয় আবহ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *