রাজশাহীতে মেয়েকে উত্তক্ত্যের প্রতিবাদে বাবাকে হত্যা, মূল আসামী নান্টু সহ আটক ২ জন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৫। সকালে র‌্যাব- ৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, বুধবার নগরীর তালায়মারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে পরে তিনি মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি নান্টু সহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে।  মামলার পর থেকে র‍্যাবের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত আটটায় নওগাঁ সদর এলাকার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করে তারা। র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারেও তাদের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান র‌্যাব- ৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ পারভেজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *