নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া হতে প্রতারণার মাধ্যমে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্তত করত: বিভিন্ন সাইবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা সাইবার প্রতারক মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব-৫।১৬ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ৩:০০ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলার আসামী মোঃ মনোয়ার হোসেন মুন্না (২৮), পিতা-মোঃ আশরাফ উদ্দীন, সাং-ঝলমলিয়া বাজার, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী কে আটক করেন।ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম রাজশাহী সরকারী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। গত ১১-০৭-২০২৪ তারিখ আনুমানিক দুপুর-০৩:৪২ টার সময় বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালীন উক্ত আসামী একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইল আইডিতে একটি নগ্ন ছবি পাঠিয়ে নানা বিধ হুমকি প্রদান করে।পরবর্তীতে উক্ত আসামী বিভিন্ন নামে অসংখ্য জিমেইল একাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে ভিকটিমের একটি এডিট করা নগ্ন ছবি পাঠায়। আসামী উক্ত নগ্ন ছবিটি ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক একাউন্টের মাধ্যমে ভিকটিমের পরিচিত ব্যক্তির নিকট ছবিটি দিয়ে অপপ্রচার চালায়। এছাড়া গত ৩১-০৮-২০২৪ তারিখ আনুমানিক সকাল ০৮:৫২ টার সময় উক্ত আসামী অপর একটি জিমেইল আইডি হতে ভিকটিম এর ব্যক্তিগত জিমেইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে চিহ্নিত পূর্বক গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার মূলহোতা সাইবার প্রতারক মুন্না কে অদ্য ১৬ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ৩:২০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের হস্তান্তর করা হয়েছে।
কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্তত করত: বিভিন্ন সাইবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা গ্রেফতার

Leave a Reply