নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলার দূর্গাপুর হতে ০১ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যার-৫।১৫ এপ্রিল ২০২৫ তারিখ ৩:৩০ মিনিটে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন রসুলপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দীন (৩৬), পিতা- মোঃ জসিম মন্ডল, সোহানুর ইসলাম নাহিদ (২১), পিতা-মোঃ নাজিম উদ্দীন, উভয় সাং- বর্ধনপুর, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা -০১ কেজি, মোটরসাইকেল-০১ টি, মোবাইল-০২টি ও সীম-০৩ টি, উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন রসুলপুর গ্রামস্থ কারবালা মোড় হতে হরিরামপুরগামী পাঁকা রাস্তার ধারে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করতেছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে তাদের দখলে থাকা ০১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত মোটরসাইকেলে থাকা ০১ টি বাজারের ব্যাগ তল্লাশী করে ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার দুর্গাপুর থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুরিয়া বা পাইকারিভাবে বিক্রয় করে আসছিল। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থায়ায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply